কক্সবাজারে নিখোঁজ চবি শিক্ষার্থী আসিফের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ অরিত্র

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ জুলাই ২০২৫ ০২:৫৩ অপরাহ্ণ   |   ৩৫ বার পঠিত
কক্সবাজারে নিখোঁজ চবি শিক্ষার্থী আসিফের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ অরিত্র

কক্সবাজার প্রতিনিধি:-

 

কক্সবাজারের নাজিরারটেক সমুদ্রসৈকত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিখোঁজ শিক্ষার্থী আসিফ আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর বুধবার সকাল ৯টার দিকে স্থানীয় জেলেরা সৈকতে মরদেহটি ভাসতে দেখে প্রশাসনকে জানান।
 

ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ, বিচ কর্মী ও সি সেফ লাইফ গার্ড সদস্যরা মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। পরে স্বজনদের মাধ্যমে মরদেহটি আসিফ আহমেদের বলে শনাক্ত করা হয়।
 

উদ্ধারস্থল নাজিরারটেক সৈকত, চবির শিক্ষার্থীদের নিখোঁজ হওয়ার স্থান হিমছড়ি সৈকত থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে।
 

এ নিয়ে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার হলো। এর আগে মঙ্গলবার সকালে হিমছড়ি সৈকতে ভেসে ওঠে কে এম সাদমান রহমানের মরদেহ।
 

তবে এখনও নিখোঁজ রয়েছেন অপর শিক্ষার্থী অরিত্র হাসান। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর অভিযান অব্যাহত রয়েছে।
 

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, “নিখোঁজ শিক্ষার্থী অরিত্র হাসানকে উদ্ধারে সমুদ্রে জেটস্কি ব্যবহার করে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি সৈকতের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।”
 

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৭টার দিকে কক্সবাজার শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরের হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নামেন চবি শিক্ষার্থীরা—অরিত্র হাসান (২২), আসিফ আহমেদ (২২) ও কে এম সাদমান রহমান। গোসলে নেমেই স্রোতের টানে তিনজনই নিখোঁজ হয়ে যান।