খুলনার পাইকগাছায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে মসজিদের মুয়াজ্জিন লাপাত্তা

প্রকাশকালঃ ০৯ অক্টোবর ২০২৪ ০৬:৫৯ অপরাহ্ণ ৬১০ বার পঠিত
খুলনার পাইকগাছায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে মসজিদের মুয়াজ্জিন লাপাত্তা

ঢাকা প্রেস
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-


খুলনার পাইকগাছায় চলতি বছর আগস্টে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। সৌদি আরবে প্রবাসী এক ব্যক্তির স্ত্রী, মসজিদের মুয়াজ্জিন মোতাহার রহমান মিন্টুকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। তাদের এই অপ্রত্যাশিত পদক্ষেপে প্রবাসী স্বামী গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন।

 

ঘটনার বিস্তারিত জানা যায়, সুরাইয়া খানম নামের ওই মহিলা চাঁদখালী ইউনিয়নের শাহপাড়া গ্রামের বাসিন্দা। তার স্বামী সৌদি আরবে কর্মরত থাকেন। পার্শ্ববর্তী আশাশুনি উপজেলার বড়দল গ্রামের বাসিন্দা মোতাহার রহমান মিন্টু, চাঁদখালী বাজারে কাপড়ের ব্যবসা করতেন এবং স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ছিলেন। এক বছর আগে সুরাইয়া ও মিন্টুর পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সুখী সংসারের স্বপ্ন নিয়ে তারা দুজনে মিলে বাড়ি থেকে পালিয়ে যায়।
 

এই ঘটনায় মিন্টুর স্ত্রী ও তাদের দুই সন্তান (১০ বছর ও ৪ বছর বয়সী) গভীরভাবে কষ্টে আছেন। মিন্টুর স্ত্রী জানান, তার স্বামী পরকীয়া করে তাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে। তিনি এখন দরিদ্র বাবার বাড়িতে শিশুদের নিয়ে সংগ্রাম করছেন।
 

সুরাইয়ার বড় মেয়ে (এইচএসসি পরীক্ষার্থী) পুলিশে অভিযোগ দায়ের করেছে। পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে, কিন্তু এখনও পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।