ঢাকা প্রেস
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-
কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের ওয়ারা গ্রামে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। নিহত খোরশেদ মিয়া (৬০) তার ছেলের শাশুড়ির নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে খোরশেদ মিয়ার ছেলে ও তার বউয়ের মধ্যে পারিবারিক কলহের সূত্রপাত হয়। এই বিষয়ে খোরশেদ মিয়া মীমাংসার চেষ্টা করলে তার ছেলের শাশুড়ি স্থানীয় কয়েকজন লোক নিয়ে তাকে বাধা দেন। পরবর্তীতে তাকে চড়-থাপ্পড় মারা হয় এবং মারপিট করা হয়।
ঘটনার দিন সকালে খোরশেদ মিয়া বাজার থেকে মাছ কিনে বাড়ি ফেরার পথে তার ছেলের শাশুড়ি ও অন্যরা পুনরায় তাকে আক্রমণ করে। এতে তিনি আহত হয়ে ওয়ারা বাজারে ফিরে আসেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৭ নম্বর ইউনিয়ন পরিষদের সদস্য রফিক বলেন, "খোরশেদ মিয়া মারপিটের শিকার হওয়ার ঘটনা বর্ণনা করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।"
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন জানান, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"