একশনএইড দেবে নারী কর্মী নিয়োগ

প্রকাশকালঃ ২৩ জুলাই ২০২৩ ১১:৫০ পূর্বাহ্ণ ১৫১ বার পঠিত
একশনএইড দেবে নারী কর্মী নিয়োগ

ন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কক্সবাজারে সিসিসিএম প্রকল্পে অফিসার পদে নারী কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: অফিসার—কমপ্ল্যায়েন্ট ফিডব্যাক অ্যান্ড রেসপন্স মেকানিজম (সিএফআরএম)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইমারজেন্সি প্রকল্পে এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কক্সবাজারের স্থানীয় ভাষা জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রটেকশন ইস্যু, সিসিসিএম, হিউম্যান রাইটস, ডিআরআর ও সেলফ রেজিলিয়েন্স সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন, কোবো কালেক্ট ও এসপিএসএসের কাজ জানতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: টেকনাফ, কক্সবাজার
বেতন: মাসিক মোট বেতন ৭৯,৮৭৫ টাকা। এর সঙ্গে মেডিকেল-সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স এবং মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে একশনএইড বাংলাদেশের ওয়েবসাইটে রেজিস্ট্রার বা লগইন করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৬ জুলাই ২০২৩।