নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে বাসের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, ১০ আহত

প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪২ পূর্বাহ্ণ ৬১৪ বার পঠিত
নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে বাসের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, ১০ আহত

ঢাকা প্রেস
নারায়ণগঞ্জ প্রতিনিধি:-

 

নারায়ণগঞ্জে বন্ধন পরিবহনের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর থেকে শহরের বিভিন্ন এলাকায় এই সংঘর্ষ চলে।
 

দুই পক্ষই বন্ধন পরিবহনের নিয়ন্ত্রণ দখল করতে চাইছিল। এ নিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এবং শ্রমিক নেতাদের মারধর করা হয়।
 

আহতদের মধ্যে সিটি বন্ধন পরিবহনের এমডি দেলোয়ার হোসেন এবং জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফারুক হোসেন অন্যতম।
 

এই ঘটনায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ১২ জনকে গ্রেপ্তার করে।
 

সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, বন্ধন পরিবহনের মালিক সমিতির দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

বন্ধন পরিবহনের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।