আখাউড়ায় কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ জানুয়ারি ২০২৫ ০৪:৫৬ অপরাহ্ণ   |   ৭৭ বার পঠিত
আখাউড়ায় কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা প্রেস,আখাউড়া প্রতিনিধি:-


 

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ আয়োজনের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মোগড়া ইউনিয়নে কৃষকদলের উদ্যোগে একটি সফল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া বাজারের কামাল মার্কেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


মোগড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মামুন মিয়া
  • আখাউড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আনোয়ার ভূঁইয়া
  • উপজেলা কৃষকদলের সদস্য সচিব বাহাদুর হোসেন তিতাস
    এছাড়াও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।


সভায় বক্তারা কৃষকদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি, যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন।


এই সমাবেশের মাধ্যমে কৃষকদল তাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেছে এবং কৃষক জনগোষ্ঠীর কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।