শান্তিপুর নদীর বালু লুট, ধরিয়ে দেওয়ায় প্রাণনাশের হুমকি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ আগu ২০২৫ ০৫:৪৫ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
শান্তিপুর নদীর বালু লুট, ধরিয়ে দেওয়ায় প্রাণনাশের হুমকি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর নদীতে চোরাই বালু পাচার ঠেকাতে গিয়ে হুমকির মুখে পড়েছেন স্থানীয় তানিম আহমদ লিংকন। তিনি অভিযোগ করেছেন, বালু লুটকারীরা মোবাইল ফোনে তাকে পায়ের রগ কেটে ফেলার হুমকি দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলা সদরের পূর্ব বাজার এলাকায়।
 

অভিযোগকারী লিংকন মধ্য তাহিরপুরের বাসিন্দা ও উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। এ ঘটনায় তিনি আলী আহমদ, মিলন মিয়া ও হাফিজ মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন।
 

লিংকনের দাবি, আলী আহমদ ও মিলন মিয়ার নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। গত সোমবার তারা তিন নৌকা বালু পাচারের চেষ্টা করলে একটি নৌকা আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করেন তিনি ও তার সহযোগীরা। এর জের ধরেই মঙ্গলবার রাতে হাফিজ মিয়ার মোবাইল থেকে ফোনে ডেকে নিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
 

তিনি আরও জানান, হুমকির অডিও তিনি বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এরপর থেকেই তাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
 

এদিকে হাফিজ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “তানিম ভাই আমার পরিচিত। সোমবার কিছু কথাকাটাকাটি হয়েছিল। মঙ্গলবার রাতে রাগের মাথায় ফোনে উত্তপ্ত বাক্য হয়, পরে বিষয়টি মিটমাটও হয়। এখন কেন তিনি ফেসবুকে বিষয়টি ছড়ালেন জানি না।”
 

অভিযুক্ত উপজেলা যুবদল নেতা আলী আহমদ বলেন, “বিষয়টি রাজনৈতিক। আমি এক গ্রুপে রাজনীতি করি, লিংকন আরেক গ্রুপে। তার অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”
 

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।