ফের গাজায় যুদ্ধ হলে আরও ভয়াবহ হবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ   |   ৭৭ বার পঠিত
ফের গাজায় যুদ্ধ হলে আরও ভয়াবহ হবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

গাজার বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
 

বুধবার এক বৈঠকে তিনি বলেন, নতুন করে সংঘাত শুরু হলে এটি আগের তুলনায় আরও তীব্র ও ভয়াবহ হবে। পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
 

এর আগে, শনিবার দুপুরের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা চালানোর হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরই মধ্যে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে আবারও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে।
 

এদিকে, হামাস কর্মকর্তা মাহমুদ মারদাউই জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী শনিবার তিনজন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে। যদিও তাদের পক্ষ থেকে ইতিবাচক সংকেত এসেছে, তবে এখন পর্যন্ত ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি দেয়নি।
 

মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখতে কায়রোতে গিয়েছে হামাসের প্রতিনিধি দল।