ঢাকা প্রেস নিউজ
সদ্য সমাপ্ত নভেম্বর মাসে দেশের রপ্তানি আয়ে এসেছে ৪১১ কোটি ৯৭ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৬৩ শতাংশ বেশি।
বুধবার (৪ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইপিবি জানায়, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাস (জুলাই থেকে নভেম্বর) পর্যন্ত মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ১,৯৯০ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এই আয় বেড়েছে প্রায় ১২ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে হোমটেক্সটাইল পণ্য রপ্তানিতে।
নভেম্বরে প্রাপ্ত রপ্তানি আয়ের মধ্যে ৩৩০ কোটি ৬২ লাখ ডলার এসেছে তৈরি পোশাক খাত থেকে, যেখানে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ২৫ শতাংশ।
বিশেষ করে হোমটেক্সটাইল পণ্যে রপ্তানি বেড়েছে প্রায় ২১ শতাংশ। কৃষি খাতের রপ্তানি বেড়েছে প্রায় ১৬ শতাংশ এবং উৎপাদনমুখী শিল্প খাতেও প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৬০ শতাংশ। তবে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি কিছুটা কমেছে।
চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে ১,৪৩৪ কোটি ৬৫ লাখ ডলার, যা গত বছরের তুলনায় প্রায় সাড়ে ১২ শতাংশ বেশি।
এই প্রবৃদ্ধি সামগ্রিকভাবে দেশের রপ্তানি খাতে ইতিবাচক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।