ভাইয়ের পালিয়ে বিয়ে, প্রতিশোধে খুন হলেন ছোট ভাই সাদেক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ অক্টোবর ২০২৫ ০১:০১ অপরাহ্ণ   |   ৩২ বার পঠিত
ভাইয়ের পালিয়ে বিয়ে, প্রতিশোধে খুন হলেন ছোট ভাই সাদেক

স্বপ্ন ছিল ইউরোপে গিয়ে ভাগ্য গড়ার। কয়েকদিনের মধ্যেই কাগজপত্র জমা দেওয়ার কথা ছিল তার। কিন্তু সব শেষ হয়ে গেল নির্মমভাবে—ভাইয়ের পালিয়ে বিয়ের জেরেই প্রাণ গেল হবিগঞ্জের বানিয়াচং উপজেলার তরুণ সাদেকুজ্জামান সাদেকের (২০)।
 

বুধবার (২২ অক্টোবর) উপজেলার বলাকীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাদেক বানিয়াচং ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। তার বড় ভাই এনায়েত আহমেদ পুলিশ কনস্টেবল পদে কর্মরত।
 

স্থানীয় সূত্রে জানা যায়, এনায়েত আহমেদের সঙ্গে একই গ্রামের এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিন। সম্প্রতি ছুটি কাটিয়ে গ্রামে এসে তরুণীকে সঙ্গে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন তিনি। এতে ক্ষিপ্ত হয় মেয়েটির পরিবার।
 

বুধবার সন্ধ্যায় সুযোগ পেয়ে মেয়ের পরিবারের কয়েকজন সদস্য সাদেককে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।
 

দরিদ্র পরিবারের সন্তান এনায়েত ও সাদেক—দু’জনেই সংসারের উন্নতির স্বপ্ন দেখতেন। বড় ভাই পুলিশের চাকরি পাওয়ার পর ছোট ভাই সাদেকও ভবিষ্যৎ গড়ার আশায় ইউরোপের নর্থ মেসিডোনিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সেই স্বপ্ন শেষ হয়ে গেল ভাইয়ের পালিয়ে বিয়ের প্রতিশোধের রক্তে।