ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-
জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির উদ্যোগে বুধবার জেলা শহরে একটি আনন্দ র্যালি বের করা হয়। পরে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাপা প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আব্দুর রশিদ সরকার। প্রধান আলোচক ছিলেন জাতীয় পার্টির রংপুর বিভাগের অতিরিক্ত মহাসচিব ও সাবেক এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
জেলা জাতীয় পার্টির সভাপতি সরওয়ার হোসেন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান অ্যাড. গোলাম শহীদ রঞ্জু, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মইনুর রাব্বী চৌধুরী রুমান, সহ-সভাপতি শাহজাহান খান আবু, সিনিয়র সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম লেবু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নুরন্নবী সরকার মিঠুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মশিউর রহমান।
বক্তারা বলেন, জাতীয় পার্টি বাংলাদেশের মানুষের অন্তরে চিরস্থায়ী হয়ে রয়েছে। পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ৬৮ হাজার গ্রাম বাচলে বাংলাদেশ বাচবে এই বক্তব্যকে সামনে রেখে মানুষের পাশে থাকতে চায়।