বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মিথ্যে কথার শহরে’। আগামী ১০ জানুয়ারি বিকেল ৫টায় উৎসবের ভেন্যু মধুবন সিনেপ্লেক্সে সিনেমাটি দেখানো হবে।
চলচ্চিত্রটি পরিচালনা ও প্রযোজনা করেছেন আনন্দ কুটুম। ভারতের কলকাতায় নির্মিত এটি একটি ইন্দো–বাংলা যৌথ প্রযোজনা, যা দুই বাংলার সংস্কৃতি, অনুভূতি এবং নগরজীবনের সূক্ষ্ম সংলাপ তুলে ধরেছে।
সিনেমার গল্পে দৃষ্টিভঙ্গি রয়েছে এক ভ্রমণকারী ফটোগ্রাফারের চোখে, যেখানে শহর নিজেই একটি চরিত্র। কলকাতা এখানে শুধু লোকেশন নয়; বরং স্মৃতি, আকাঙ্ক্ষা ও বিভ্রমের জীবন্ত মানচিত্র, যা কথা বলে, প্রশ্ন তোলে এবং সত্য লুকিয়ে রাখে।
কাহিনী কেন্দ্রে একজন বাংলাদেশি তরুণ আলোকচিত্রী। ভ্রমণের টানে তিনি কলকাতায় আসেন এবং শহর ও মানুষের নানা রূপ ক্যামেরার লেন্সে ধারণ করেন। এই পর্যবেক্ষণের মাঝেই তিনি প্রেমে পড়েন এক রহস্যময় নারীর প্রতি। প্রেম কেবল আবেগ নয়, বরং এক অনুসন্ধানের মতো, যা ধীরে ধীরে তাকে নিয়ে যায় এক অদ্ভুত সত্যের কাছে। মেয়েটিকে খুঁজে পাওয়ার পর ঘটে এমন এক অপ্রত্যাশিত ঘটনা, যা দর্শককে টেনে নেয় মানসিক দ্বন্দ্ব ও রহস্যের গভীরে।
চলচ্চিত্রে অভিনয় করেছেন জীবন রয় (বাংলাদেশ), দীপান্বিতা (ভারত) ও অভিজিত রায় (ভারত)। এছাড়া দুই বাংলার আরও বেশ কয়েকজন শিল্পী বিভিন্ন চরিত্রে দেখা যাবে।
নির্মাতা আনন্দ কুটুম জানান, এটি মূলত শহরের ভেতরে হারিয়ে যাওয়া মানুষের গল্প। এতে প্রেম আছে, তবে তা সরল নয়; রহস্যও আছে, যা কেবল গল্পের নয়—মানুষের মনোজগতের। তিনি বলেন, “‘মিথ্যে কথার শহরে’ মূলত সত্য ও মিথ্যার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক শহরের গল্প। সমকালীন ইন্দো–বাংলা স্বাধীন চলচ্চিত্র ধারায় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা দর্শককে গল্প দেখার পাশাপাশি অনুভব করতেও শেখায়।”