ঢাকা প্রেস নিউজ
আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নির্বাচনের পরিবেশকে উৎসবমুখর করতে রাজনৈতিক দলগুলোর জন্য কোনো বাধা-বিপত্তি সৃষ্টি করা হবে না।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মুক্ত আলোচনার পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
এ সময় বদিউল আলম বলেন, অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচনের কারণে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। তবে এবারের নির্বাচনে নির্বাচন কর্মকর্তারা সব ধরনের প্রভাবমুক্ত থাকবেন, যার ফলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে।
আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আপনাদের মতো আমরাও সেটা দেখার অপেক্ষায় আছি।"
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি কোনো বাধা দেখছি না। আওয়ামী লীগের জন্য কোনো বাধা সৃষ্টি করা হয়নি। আমরা একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যাতে সব দল তাদের প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করতে পারে। কোনো বাধা দেওয়া হবে না। আমি আশা করি, সব দল নির্বাচনে অংশ নেবে।"
তিনি আরও জানান, নির্বাচনী সংস্কারের প্রস্তাব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পেশ করা হবে।