প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটলান্টিকের ওপারের নিষেধাজ্ঞাকে ভয় পান নাঃ ওবায়দুল কাদের

প্রকাশকালঃ ০৪ জানুয়ারি ২০২৪ ০৪:১৭ অপরাহ্ণ ২৭০ বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটলান্টিকের ওপারের নিষেধাজ্ঞাকে ভয় পান নাঃ ওবায়দুল কাদের

ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটলান্টিকের ওপারের নিষেধাজ্ঞাকে ভয় পান না। তিনি বলেন, “শেখ হাসিনা আটলান্টিকের ওপারের শাসকদের নিষেধাজ্ঞাকে ভয় পান না। তিনি জানেন, এই নিষেধাজ্ঞা বাংলাদেশের জনগণের ওপর প্রভাব ফেলতে পারবে না।”

তিনি বলেন, “শেখ হাসিনা বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বাংলাদেশের জনগণের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।”

ওবায়দুল কাদের বলেন, “ছাত্রলীগ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ধারক ও বাহক। ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। ছাত্রলীগ বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।”

তিনি বলেন, “ছাত্রলীগকে আরও শক্তিশালী করতে হবে। ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করতে হবে।”

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগ যৌথভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল প্রমুখ।