ক্রীড়া প্রতিবেদক:-
আগস্টে ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ইতোমধ্যে সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৭ ও ২০ আগস্ট হবে প্রথম দুই ওয়ানডে। সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট চট্টগ্রামে। এরপর ২৬ আগস্ট চট্টগ্রামেই শুরু হবে টি-২০ সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ২৯ ও ৩১ আগস্ট মিরপুরে।
সিরিজ খেলতে ১৩ আগস্ট বাংলাদেশে পা রাখবে ভারতীয় দল। ১ সেপ্টেম্বর সিরিজ শেষ করে তারা ফিরে যাবে দেশে।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, “সিরিজটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আমরা আশাবাদী। ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ সবসময়ই বিশেষ কিছু। সাম্প্রতিক বছরগুলোতে দুই দলের ম্যাচগুলো খুবই উপভোগ্য ও উত্তেজনাপূর্ণ হয়েছে।”
ভারতের বিপক্ষে সবশেষ সিরিজে ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল। তবে ২০২3 সালে ভারতের মাটিতে টেস্ট ও টি-২০ সিরিজে বড় ব্যবধানে হারতে হয়েছিল বাংলাদেশকে।
এদিকে, ভারত সিরিজের আগে বাংলাদেশ দল ব্যস্ত সময় পার করবে। ২০ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে প্রস্তুতি। এরপর মে’তে পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পারে টাইগাররা। জুনে রয়েছে শ্রীলঙ্কার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ— দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ।
সব ঠিক থাকলে আগস্টের শুরুতে পাকিস্তানের বিপক্ষে আরও একটি টি-২০ সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি, যা হবে ভারতের বিপক্ষে সিরিজের আগে প্রস্তুতির অংশ হিসেবে।