মাইক্রোবাসের স্পেয়ার চাকার মধ্যে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার মাদক কারবারিকে

প্রকাশকালঃ ৩০ আগu ২০২৩ ০৩:১১ অপরাহ্ণ ১৮১ বার পঠিত
মাইক্রোবাসের স্পেয়ার চাকার মধ্যে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার,  গ্রেপ্তার মাদক কারবারিকে

রিদপুরের ভাঙ্গা পৌরসভার আতাদি নামক স্থানে মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসের স্পেয়ার চাকার মধ্যে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এসময় মাদক বহন করার অভিযোগে   আজিজুর রহমান (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত আজিজুর রহমানকে মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। সে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার হাসামদিয়া এলাকার খলিলুর রহমান মোল্যার ছেলে। আটকের সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন। 


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ফরিদপুরের বোয়ালমারীগামী একটি কালো রংয়ের মাইক্রোবাসে মঙ্গলবার সকালে তল্লাশি চালিয়ে মাইক্রোবাসটির স্পেয়ার চাকার ভেতর সুকৌশলে রক্ষিত পলিথিন ও স্কসটেপ দ্বারা মোড়ানো ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

এসময় গাঁজা রাখার দায়ে আজিজুর রহমান নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত আজিজুর রহমানের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি মাদক মামলা শেষে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।