ঢাকা প্রেস নিউজ
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে লে-অফ হওয়া ১৪টি প্রতিষ্ঠানের ৩৩,২৩৪ জন কর্মকর্তা-কর্মচারীর বকেয়া বেতন পরিশোধ করবে সরকার। এ জন্য ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৯ মার্চ থেকে এই বেতন বিতরণ শুরু হয়ে রমজানের মাঝামাঝি শেষ হবে। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তারা এই বেতন পাবেন।
বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, বেক্সিমকোর বন্ধ কারখানার ৩১,৬৬৯ জন শ্রমিক এবং ১,৫৬৫ জন কর্মকর্তাকে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা পরিশোধ করা হবে। এর মধ্যে অর্থ বিভাগ ৩২৫ কোটি ৪৬ লাখ টাকা পরিচালন ব্যয় থেকে প্রদান করবে এবং শ্রম মন্ত্রণালয় ঋণ হিসেবে বাকি ২০০ কোটি টাকা দেবে।
এ ছাড়া, বেক্সিমকোর ঋণগ্রহীতারা যেন দেশের বাইরে যেতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে বলেও জানান তিনি।
এর আগে, শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে বেক্সিমকোর শিল্পপ্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি পর্যালোচনা করতে গত ২৪ নভেম্বর সাখাওয়াত হোসেনকে আহ্বায়ক করে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করে সরকার।
এর আগে, শ্রমিকদের পাওনা পরিশোধে বেক্সিমকোর কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ কমিটি। তবে শেয়ার বিক্রিতে জটিলতা দেখা দেওয়ায়, সরকার নিজস্ব তহবিল থেকে শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত নেয়।