দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড চুয়াডাঙ্গায়

প্রকাশকালঃ ১৩ জানুয়ারি ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ণ ১৮৮ বার পঠিত
দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা জেলায় ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। কুয়াশার কারণে ২০- ৩০ গজ দূরের কোনোকিছু দেখা যাচ্ছে না। একদিনের ব্যবধানে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি হ্রাস পেয়েছে। 

কনকনে ঠাণ্ডা ও ফুরফুরে বাতাসে মানুষের পাশাপাশি পশুপাখি কাবু হয়ে পড়েছে। দিনের বেলায় বাস- ট্রাক পরিবহণসহ যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, আজ শনিবার সকাল ৯টায় মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

ঘন কুয়াশার কারণে যানবাহনকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দৃষ্টিসীমা ৬০০ মিটার এবং বাতাসের আর্দ্রতা ৯৫ ভাগ রয়েছে