গুলিস্তান-গাজীপুর রুটে বিআরটিসির এসি বাস চালু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ ডিসেম্বর ২০২৪ ০২:৫৩ অপরাহ্ণ   |   ৪১৯ বার পঠিত
গুলিস্তান-গাজীপুর রুটে বিআরটিসির এসি বাস চালু

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানী গুলিস্তান থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত যাত্রা এখন আরও আরামদায়ক হতে যাচ্ছে। এই রুটে আজ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) এসি বাস চালু হয়েছে।
 

রোববার (১৫ ডিসেম্বর) সকালে শিববাড়ী বিআরটি স্টেশনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, দীর্ঘদিন ধরে চলমান বিআরটি প্রকল্পের অসম্পূর্ণ কাজ থাকা সত্ত্বেও, পরীক্ষামূলকভাবে বিআরটি লেনে ১০টি এসি বাস চালু করা হয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, বিআরটি লেনের বাকি কাজ ধাপে ধাপে সম্পন্ন করা হবে।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। এছাড়া উপস্থিত ছিলেন বিআরটিএ মহাপরিচালক ড. মো. মনিরুজ্জামান, বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন, এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান।
 

এর আগে, শনিবার (১৪ ডিসেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে জানান, প্রাথমিকভাবে ১০টি বিআরটিসি এসি বাস গাজীপুরের শিববাড়ী থেকে বিমানবন্দর পর্যন্ত ২০.৫ কিলোমিটার এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার অর্থাৎ মোট ৪২.৫ কিলোমিটার পথ চলাচল করবে।
 

ভাড়ার বিষয়েও তিনি জানান, শিববাড়ী থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা এবং শিববাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত ১৪০ টাকা। যাত্রী চাহিদা এবং স্টেশনগুলোর প্রস্তুতির ওপর ভিত্তি করে ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানো হবে।