ঢাকা প্রেস নিউজ
আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক বিচারপতি মানিক
সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ১৯৯০ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ধানমন্ডি এলাকায় কিশোর আব্দুল মোতালিবকে গুলি করে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান এবং জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বুধবার ছয়টি পৃথক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর হয়েছিল।
গত ২৩ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলা থেকে মানিককে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন আদালতে তার জামিন আবেদন গ্রহণ ও নামঞ্জুর হওয়ার পর হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়।