র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক জানান, উদ্ধার হওয়া কিশোররা হলেন—মো. সাইদুল ইসলাম জিহাদ (১৬), মিজবাহ উদ্দিন (১৪) ও ওবায়দুল ইসলাম মুন্না (১৫)। তাদের সবাই চট্টগ্রাম মহানগরের বাসিন্দা। অপহরণের পর অপহরণকারীরা তাদের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব জানতে পারে, কিশোরদের পাহাড়ের একটি আস্তানায় আটকে রাখা হয়েছে। অভিযান চালালে ১২-১৫ জন অপহরণকারী পালানোর চেষ্টা করে। তবে র্যাব সদস্যদের তৎপরতায় মো. রিয়াদ (১৯) নামের একজনকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকার নবী হোসেনের ছেলে।
অপহৃত কিশোরদের উদ্ধারের পর তাদের ও আটক রিয়াদকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।