কুমিল্লার মুরাদনগরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চাচার হাতে ভাতিজি টেঁটা বিদ্ধ, ফেসবুকে তীব্র সমালোচনার ঝড়

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩৬ অপরাহ্ণ   |   ৯৭ বার পঠিত
কুমিল্লার মুরাদনগরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চাচার হাতে ভাতিজি টেঁটা বিদ্ধ, ফেসবুকে তীব্র সমালোচনার ঝড়

ঢাকা প্রেস নিউজ

 

কুমিল্লার মুরাদনগরের হিরারকান্দা গ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধের কারণে চাচা মজিবুর রহমানের বিরুদ্ধে তার ভাতিজি হোসনা আক্তার (৩৫)কে টেঁটা দিয়ে হত্যাচেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও এক ভাতিজি আফসানা আক্তার লিজাও টেঁটা বিদ্ধ হয়েছেন। হোসনা আক্তার অভিযুক্ত মজিবুর রহমানের ভাই লিল মিয়ার মেয়ে।
 

মঙ্গলবার বিকেলে এই ঘটনাটি ঘটে। পরবর্তীতে, ভাতিজিকে টেঁটা দিয়ে আক্রমণ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওটি দেখে অভিযুক্তদের বিচারের দাবি উঠতে থাকে।
 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, হোসনা আক্তারের বাবা লিল মিয়া চার বছর আগে মারা যান। তার মৃত্যুর আগে, লিল মিয়া তার স্ত্রী জামেনা বেগমের নামে বাড়ির জায়গার দলিল করে দিয়ে যান। এরপর থেকে মজিবুর রহমান বিভিন্ন সময়ে জামেনা বেগমকে বাড়ির জায়গা দখল করতে অত্যাচার করে আসছিলেন।
 

ঘটনার দিন, জামেনা বেগম যখন নিজের জায়গায় লাকরি শুকাতে দেন, তখন মজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা প্রতিবাদ করে। এক পর্যায়ে তারা জামেনা বেগমকে মারধর শুরু করে। এই দেখে হোসনা আক্তার ও তার নাতনি আফসানা আক্তার লিজা তাদের উদ্ধার করতে গেলে, মজিবুর রহমান তাদেরও আক্রমণ করেন। তিনি মাছ ধরার টেঁটা দিয়ে আফসানা আক্তার লিজাকে আঘাত করেন, এবং তাকে বাঁচাতে গিয়ে হোসনা আক্তারের হাতে টেঁটা বিদ্ধ হয়।
 

এ ঘটনায় এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আফসানা আক্তার লিজা এবং জামেনা বেগমের চিকিৎসা দেওয়া হলেও, হোসনা আক্তারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 

আফসানা আক্তার লিজা বলেন, “আমার নানার মৃত্যুর পর থেকে মজিবুর রহমান আমাদের উপর অত্যাচার চালাচ্ছে। আজকে আমাদের জীবনকে হুমকি দিয়ে আমাদের মেরে ফেলার চেষ্টা করেছে। আমরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
 

মুরাদনগর থানার ওসি জানান, থানায় মামলা হয়েছে এবং রাতেই দুজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।