ধামরাইয়ে মাজার ভাঙচুর: পিবিআইকে তদন্তের নির্দেশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৫ ০৭:৩৩ অপরাহ্ণ   |   ১৪৮ বার পঠিত
ধামরাইয়ে মাজার ভাঙচুর: পিবিআইকে তদন্তের নির্দেশ

ঢাকা প্রেস,ধামরাই (ঢাকা) প্রতিনিধি:-

 

ঢাকার ধামরাই উপজেলার ‘বুচাই পাগলার’ মাজার ভাঙচুর ও ভবনে অগ্নিসংযোগের চার মাস পর আদালত পুলিশকে মামলা দায়ের এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
 

রোববার (২৬ জানুয়ারি) ঢাকার ধামরাই আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. আব্দুল্লাহ আল মামুন।
 

আদেশ অনুযায়ী, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ২৪ ঘণ্টার মধ্যে নিয়মিত মামলা রুজু করতে বলা হয়েছে। একই সঙ্গে, ২৯ জানুয়ারির মধ্যে মামলা রুজুসংক্রান্ত প্রতিবেদন এবং ৬ মার্চের মধ্যে পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপারকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
 

জানা গেছে, ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলো অনলাইনে ‘ধামরাইয়ে বুচাই পাগলার মাজার ভাঙচুর, ভবনে অগ্নিসংযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদন আমলে নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
 

আদেশে উল্লেখ করা হয়, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ১১ সেপ্টেম্বর দিনের বেলায় বুচাই পাগলার মাজার ভাঙচুরের ঘটনা একটি আমলযোগ্য ফৌজদারি অপরাধ। এ ঘটনায় কোনো মামলা দায়ের না হওয়ায় আদালত থানার ওসিকে মামলা রুজু এবং পরবর্তী তদন্ত কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।