ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা প্রতিনিধিঃ-
বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী পৌরসভার আগামী ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি পদে মাওলানা ইয়াহিয়া ও সেক্রেটারি পদে নির্বাচিত হলেন সাবেক সেনা সদস্য আইনুল হক প্রধান।
আজ(বৃহস্পতিবার) বাদ এশা পলাশবাড়ী উপজেলা জামায়াত কার্যালয়ে পৌর জামায়াতের সদস্যদের(রুকন) প্রত্যক্ষ ভোটে গোপন ব্যালটের মাধ্যমে তারা নির্বাচিত হন।
ভোট গণনা শেষে উপজেলা জামায়াত আমীর আবু বক্কর সিদ্দিক তাদেরকে শপথ বাক্য পাঠ করান।
এর আগে মাওলানা ইয়াহিয়া পৌরসভার প্রশিক্ষণ সম্পাদক এবং আইনুল হক পলাশবাড়ী পৌর জামায়াতের সভাপতি ও উপজেলা জামায়াতের অফিস সম্পাদক হিসেবে সফল ভাবে দায়িত্ব পালন করেছেন।
মাওলানা ইয়াহিয়া পেশায় একজন সহকারি মৌলভী শিক্ষক এবং আইনুল হক সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ শেষে বর্তমানে ব্যক্তিগত ব্যবসায় নিযুক্ত আছেন।
উল্লেখ্য এই প্রথম পলাশবাড়ী পৌরসভাকে (ইমারত) সূরা ও কর্মপরিষদের মান প্রদান করা হয়েছে। একই সময়ে ৬ সদস্য বিশিষ্ট সূরা ও কর্মপরিষদও গঠন করা হয়েছে। এই সূরা ও কর্মপরিষদে সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে শাহজাহান মন্ডল, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজান, মাওলানা আব্দুল মজিদ সরকার, প্রভাষক শামসুল আলম সোহেল, নাজির হোসেন আনোয়ার ও আব্দুল মতিন কবিরকে