বাবুগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০৫ অপরাহ্ণ   |   ৯০ বার পঠিত
বাবুগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:-

 

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পুলিশ পরিত্যক্ত অবস্থায় পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। বুধবার দুপুরে উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদের পেছনের একটি পুকুর থেকে এগুলো উদ্ধার করা হয়।
 

এয়ারপোর্ট থানা পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে 'অপারেশন ডেভিল হান্ট' চালানো হচ্ছিল। অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে এবং পরিত্যক্ত অবস্থায় ব্যাগে ভর্তি আগ্নেয়াস্ত্রগুলো পুকুরের কচুরিপানার মধ্যে ফেলে যায়।
 

এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এগুলো সচল এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি। ধারণা করা হচ্ছে, অভিযানের সময় আতঙ্কিত হয়ে অস্ত্রধারীরা এগুলো ফেলে পালিয়ে গেছে।