ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-
জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) ভোর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাহসানের বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হতে শুরু করে। এ খবরে নেটিজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।
তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সেখানে নিজের রূপসজ্জা প্রতিষ্ঠান ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ গড়ে তুলেছেন।
বিয়ের পর ৭ জানুয়ারি তাহসান ও রোজা হানিমুনের উদ্দেশ্যে মালদ্বীপে যান। তবে ফিরেই তাহসান কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান। শুক্রবার (১৭ জানুয়ারি) তিনি তার ফেসবুক পেজে রোহিঙ্গা শিবির পরিদর্শনের একাধিক ছবি শেয়ার করেন। ছবিগুলোর ক্যাপশনে তিনি ঘটনাস্থলের অভিজ্ঞতা বর্ণনা করেন।
তিনি লিখেছেন, “গতকাল আমি কক্সবাজারের একটি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছি, যেখানে কয়েক সপ্তাহ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত ঘরবাড়ি ধ্বংস হয়েছে। সেই মর্মান্তিক দুর্ঘটনার পর ঘটনাস্থলে ঘুরে দেখার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন। জীবন বাঁচানোর কাজে নিয়োজিত অগ্নিনির্বাপণকর্মী ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে উদ্ধারকাজের গল্প শুনে আমি ভীষণ অনুপ্রাণিত হয়েছি। কয়েক সপ্তাহের ব্যবধানে ধ্বংসস্তূপ থেকে মানুষজন ঘুরে দাঁড়িয়েছে, নতুনভাবে জীবন শুরু করেছে। এই পুনর্গঠনে বিভিন্ন মানবিক সংস্থা সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। শরণার্থীদের ধৈর্য ও সহনশীলতা আমাকে সব সময় অনুপ্রাণিত করে।”
ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন তাহসান। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গা শিবিরে শরণার্থীরা বারবার চরম কষ্টের মুখোমুখি হলেও তাদের সহনশীলতা ও পুনর্গঠনের প্রচেষ্টা তাকে গভীরভাবে ছুঁয়ে যায়।