রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ৪ দিনের সফরে পাবনায় যাচ্ছেন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ জুন ২০২৪ ০৪:৪৩ অপরাহ্ণ   |   ৬৯১ বার পঠিত
রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ৪ দিনের সফরে পাবনায় যাচ্ছেন

ঢাকা প্রেসঃ
চার দিনের রাষ্ট্রীয় সফরে রোববার (৯ জুন) নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আগামী রোববার, ৯ জুন - ১২ জুন, ২০২৪ পাবনার উদ্দেশ্যে রাষ্ট্রীয় সফর

সফরসূচি:

  • ৯ জুন:
    • দুপুর ১২:৫০: ঢাকা থেকে হেলিকপ্টারে করে পাবনায় পৌঁছানো
    • সার্কিট হাউসে গার্ড অব অনার ও বিশ্রাম
    • রাত্রিযাপন সার্কিট হাউসে
  • ১০ জুন:
    • সকাল ১১:৩০: সরকারি চাকরিজীবীদের সাথে মতবিনিময়
    • দুপুর ১:০০: সার্কিট হাউসে ফিরে যাওয়া ও রাত্রিযাপন
  • ১১ জুন:
    • সকাল সাড়ে ১১:০০: পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা
    • দুপুর ১:০০: সার্কিট হাউসে ফিরে যাওয়া
  • ১২ জুন:
    • দুপুর ১:৪০: হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা

 

রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে আনন্দ উৎসব পালিত হচ্ছে। পাবনাবাসী উন্নয়নমূলক বেশ কিছু কাজের ঘোষণার আশা করছেন। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। জেলা প্রশাসন রাষ্ট্রপতির সফরকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছে।