বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেপ্তারে অনুমতির প্রয়োজন নেই: হাইকোর্টের আদেশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৫ ০৩:১৬ অপরাহ্ণ   |   ৯১ বার পঠিত
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেপ্তারে অনুমতির প্রয়োজন নেই: হাইকোর্টের আদেশ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন নেই। এ বিষয়ে জারি করা ডিএমপির অফিস আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
 

বুধবার (২৩ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
 

একইসঙ্গে, আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে—এ মর্মে ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত অফিস আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি সাংবাদিকদের জানান, “দেশ ও জাতির স্বার্থে এই মামলায় আমি নিঃস্বার্থভাবে লড়েছি।”
 

উল্লেখ্য, এর আগে গত ১০ এপ্রিল ডিএমপি একটি অফিস আদেশ জারি করে জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় কোনো আসামিকে গ্রেপ্তার করার আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।