চাঁপাইনবাবগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ অক্টোবর ২০২৫ ১২:১৪ অপরাহ্ণ   |   ৪৬ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড়ে পুলিশের বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।
 

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে সদর মডেল থানার অফিসার ইনচার্জের কাছে গোপন সংবাদ আসে যে, ঢাকা মেট্রো-ট-২০-৫২৪১ নম্বরের একটি ট্রাকে করে গাঁজা চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে শিবগঞ্জের দিকে নেওয়া হচ্ছে।
 

খবর পেয়ে সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাশের নেতৃত্বে এসআই মোঃ সোহায়বুর রহমান, এএসআই মোঃ ফারুক হোসেন, এএসআই মোঃ সামিউর রহমান ও এএসআই মোঃ আমিনুল ইসলামসহ একটি পুলিশ দল লালাপাড়া মোড়ে চেকপোস্ট স্থাপন করে।
 

রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ শহর দিক থেকে আসা সন্দেহভাজন ট্রাকটিকে থামার নির্দেশ দিলে চালক ট্রাকটি রাস্তার পাশে থামিয়ে চালক ও হেলপার দ্রুত পালিয়ে যায়।
 

পরে উপস্থিত সাক্ষীদের সামনে ট্রাকটি তল্লাশি করে পুলিশ ট্রাকের বডির পাটাতনের ওপর রাখা নীল পলিথিনে মোড়ানো দুটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। বস্তাগুলোর ভেতরে বিশেষ কায়দায় কসটেপে মোড়ানো ১০টি প্যাকেট পাওয়া যায়—এর মধ্যে চারটি বাদামী ও ছয়টি হলুদ রঙের। প্রতিটি প্যাকেটে ৪ কেজি করে মোট ৪০ কেজি গাঁজা ছিল।
 

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।