চট্টগ্রামের হাটহাজারীতে জুলুসের গাড়িতে হামলার জেরে সুন্নী ও কওমি সমর্থকদের মুখোমুখি অবস্থান সৃষ্টি হলে শনিবার রাত ১১টার দিকে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায় এবং মাইকিংয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রবিবার সকালে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে দেখা যায়। তবে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারিক আজিজ জানান, “কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা মাদ্রাসার সামনে অবস্থান নিয়েছিল, আর আহলে সুন্নতপন্থীরা সড়কের বিভিন্ন স্থানে ছিল। পরিবেশ থমথমে থাকায় আমরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছি। উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।”
এর আগে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে হাটহাজারী সদর থেকে উত্তর দিকে প্রায় এক কিলোমিটার এবং দক্ষিণে ইসলামি হাট পর্যন্ত শত শত যানবাহন আটকা পড়ে, যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার বেলা তিনটা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর রাখে উপজেলা প্রশাসন।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, “রাতে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের তৎপরতায় দুই পক্ষকে সড়ক থেকে সরানো সম্ভব হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”