ঢাকা প্রেস নিউজ
দেশের ৬১.১ শতাংশ মানুষ মনে করেন, আগামী এক বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।
এ তথ্য পাওয়া গেছে ভয়েস অব আমেরিকা বাংলায় প্রকাশিত বাংলাদেশ নিয়ে তাদের করা এক জরিপের ফলাফল থেকে, যা ২৩ নভেম্বর প্রকাশিত হয়।
প্রতিবেদন অনুযায়ী, ৬১.১ শতাংশ মানুষ মনে করেন, এক বছরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত। অন্যদিকে, ৬৫.৯ শতাংশ মানুষ বলেছেন, নির্বাচন আয়োজনের আগে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সব সংস্কার করতে হবে। নির্বাচন সংশ্লিষ্ট জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচন আয়োজনের পক্ষে দেশের ৩১.৯ শতাংশ মানুষ।
এছাড়া, দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন চান ১৮.৭ শতাংশ মানুষ এবং ১৮ মাসের মধ্যে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন ৮.৬ শতাংশ নাগরিক। ৪ বছরের বেশি সময় পর নির্বাচন হওয়া উচিত বলে মত দিয়েছেন ৫.৮ শতাংশ। ৪.৬ শতাংশ মানুষ জানেন না কত দ্রুত নির্বাচন হওয়া উচিত এবং ১.১ শতাংশ নির্বাচন কবে হওয়া উচিত, এ বিষয়ে কিছু বলতে চাননি।
ভয়েস অব আমেরিকা বাংলা জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে, ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ওই সময় থেকেই দেশব্যাপী জরিপটি পরিচালিত হয়, যা ১৩ থেকে ২৭ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হয়। কম্পিউটার এসিস্টেড টেলিফোন ইন্টারভিউইংয়ের মাধ্যমে দেশের ৮টি বিভাগে ১৮ বছরের বেশি বয়সী এক হাজার মানুষকে এই জরিপে অংশগ্রহণ করতে বলা হয়েছিল।