জেলা প্রতিনিধি (জামালপুর):-
জামালপুরের মাদারগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে র্যালী ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার তেঘরিয়া সাহেদ আলী হাই স্কুল এন্ড কলেজ মাঠে শিক্ষার্থী সমাবেশ ও বাজারে র্যালী অনুষ্ঠিত হয়।
সহযোগীতায় ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদ।
গ্রাম আদালত সক্রিয়করণমুলক প্রচারের সমাবেশে বক্তব্য রাখেন গ্রাম আদালতের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নিজাম, গ্রাম আদালত মাদারগঞ্জ উপজেলার সমন্বকারী সাইদুল ইসলাম, তেঘরিয়া সাহেদ আলী হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ফরহাদ হোসেন মুন্টু, মোহাম্মদ আলী জিন্নাহ মিষ্টার, মেজবাহুল ইসলাম জীবন, ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সফি, ছাত্রনেতা আরিফুল ইসলাম, হিসাব সহকারী আরিফুল ইসলাম আরিফ প্রমূখ।
এ সময় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীবৃন্দ,গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। পরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতায় হাইস্কুল মাঠ থেকে তেঘরিয়া বাজার প্রদক্ষিণ শেষে ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত অফিসের সামনে গিয়ে র্যালী শেষ করা হয়।