 
                            
তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের ফোনালাপ ফাঁসের ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার পর তামিম লাইভে এসে ঘটনার রহস্য উন্মোচন করেন।
লাইভে তামিম জানান যে, ফাঁস কথোপকথনটি আসলে মোবাইল আর্থিক লেনদেন প্রতিষ্ঠান নগদের একটি প্রচারণার অংশ। ঈদ উপলক্ষে নগদের একটি ক্যাম্পেইনে ২৪ জন গ্রাহককে জমি উপহার দেওয়া হবে। সেই ক্যাম্পেইনে জয়ের জন্য দুইজন বা তিনজন করে দল গঠন করে লেনদেন করতে হবে। যেই দলেই মুশফিককে রেখেছিলেন তামিম। তবে মুশফিক বের হয়ে গেছেন।
তামিম আরও জানান, আসলে মুশফিকের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমাদের ফোন কল ফাঁস হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে সমালোচনা হচ্ছে, এখানে আমাদের তেমন কোনো হাত নেই। এটা মূলত নগদ করেছে। আসন্ন ঈদুল ফিতরে নগদের যে ক্যাম্পেইন হচ্ছে এটা সেটারই একটা অংশ।
নগদের কর্মকর্তা তানভির এ মিশুক জানান, নগদ সব সময় চমক নিয়ে আসে। গত বছর বিএমডব্লিউ দেওয়া হয়েছে। এবার ২৪ জন মানুষ ঢাকায় জমি পাবেন। নগদের গ্রাহকদের জন্য ২০ কোটি টাকার গিফটও থাকছে। এখানে এক, দুই এবং তিন তিনটা ডিজিট রাখা হয়েছে। এক- হচ্ছে নগদে লেনদেন করতে হবে। দুই হচ্ছে- নগদে গ্রুপ খুলতে হবে। তিন হচ্ছে সবসময় নগদের সাথে এড থাকতে হবে।  
তিনি আরও জানান, এই এক, দুই এবং তিন ডিজিটে সচল থেকে বাংলাদেশের যে কেনো মানুষ নগদ থেকে পুস্কার হিসেবে জমি বুঝে নিতে পারেন।
 তামিম ইকবালের এই লাইভে অংশ নেন জাতীয় দলের তিন তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ। আর নগদ থেকে ছিলেন তানভির।'
 
 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                         
                                        
                                        
                                    