সোনমের সবচেয়ে বড় প্রেরণা তাঁর বাবা অনিল কাপুর

প্রকাশকালঃ ২১ আগu ২০২৩ ১২:৩১ অপরাহ্ণ ১৬৯ বার পঠিত
সোনমের সবচেয়ে বড় প্রেরণা তাঁর বাবা অনিল কাপুর

মা হওয়ার পর বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। এক দিকে তাঁর জীবনে স্বামী-সন্তান, অন্য দিকে অভিনয়। দুই দিক সামলে কাজ করে যেতে চান সোনম। তবে জীবনের সব ক্ষেত্রে বাবা অনিল কাপুরই তাঁর সবচেয়ে বড় প্রেরণা বলে জানিয়েছেন এই নায়িকা। বাবার মতো তিনিও দীর্ঘ সময় ধরে বলিউড সাম্রাজ্যে রাজত্ব করতে চান।

অনিল কাপুর দীর্ঘ পাঁচ দশক ধরে অভিনয় করছেন। ৬৬ বছর বয়সী এই অভিনেতা এখনো কাজের পেছনে ছুটছেন। ওটিটি থেকে বড় পর্দা—সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। ফিটনেসের দিক থেকে যেকোনো তরুণ নায়ককে টেক্কা দিতে পারেন অনিল। বাবার এই গুণগুলো মেয়ে সোনমকে প্রেরণা জোগায়। গত শুক্রবার এক বিবৃতিতে এ নিয়ে কিছু কথা বলেছেন তিনি।


বাবা সম্পর্কে সোনম বলেছেন, ‘বাবার থেকে শেখার মতো অনেক কিছু আছে। তিনি আমার প্রেরণা। বাবা প্রায় পাঁচ দশক ধরে কাজ করছেন। তবু প্রতিদিন তিনি এমনভাবে উৎসাহিত থাকেন, দেখে মনে হয় আজ তাঁর কাজের প্রথম দিন। আমি সব সময় চেয়ে এসেছি তাঁর মতো হয়ে উঠতে। কারণ, আমিও চাই দীর্ঘ সময় ধরে কাজ করতে।’ এখানেই থামেননি অভিনেত্রী। 

বাবার সম্পর্কে তিনি আরও বলেছেন, ‘বাবা তাঁর একাগ্রতা, ফিটনেস, অভিনয় ক্ষমতার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে তাঁর উত্তরসূরি অভিনেতাদের জন্য এক উঁচু মাপকাঠি তৈরি করেছেন। আমিও  চাই বাবার মতো মজার ও বৈচিত্র্যময় কাজ করতে। বাবা বলেন, “একজন অভিনেতা সব সময় অভিনেতাই থাকেন। ছবির সেট-ই আমার জন্য সবচেয়ে খুশির জায়গা। ক্যামেরার সামনে দাঁড়ানো আমার জন্য সবচেয়ে আনন্দের বিষয়।”’

আগামী দিনে সোনমকে বড় দুটি ছবিতে দেখা যাবে। ২০২৪ সালে ছবি দুটির শুটিং শুরু হবে। এই দুই প্রকল্প নিয়ে তিনি বলেছেন, ‘আমার আগামী প্রকল্পগুলোকে নিয়ে অত্যন্ত রোমাঞ্চিত। মা হওয়ার পর আবার ছবির সেটে যাব বলে উন্মুখ হয়ে আছি। কর্মজীবনে সমতা বজায় রেখে চলতে চাই। পাশাপাশি নিজের পরিবারকে সমানভাবে সময় দিতে চাই।’


এই তারকাকন্যা আরও বলেন, ‘জীবনে এমনভাবে পরিকল্পনা করতে চাই, যাতে বছরে আমি অন্তত দুটো প্রকল্পে কাজ করতে পারি। আর একজন অভিনেত্রী হয়ে-ই যেন থাকতে পারি। আমি এটা করতে আত্মবিশ্বাসী, কারণ আমি আমার বাবাকে দীর্ঘদিন ধরে এসব করতে দেখে এসেছি। তিনি খুব সুন্দরভাবে কাজ ও পরিবারের মধ্যে সমতা বজায় রেখে এসেছেন।’

সোনমকে শেষ দেখা গেছে ওটিটির পর্দায়। জিও সিনেমার ‘ব্লাইন্ড’ ছবিতে তিনি এক অন্ধ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। শোম মাখিজা পরিচালিত এই থ্রিলার ধর্মী ছবিতে সোনম ছাড়া আছেন পূরব কোহলি, বিনয় পাঠক ও লিলেটে দুবে। সোনমকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল দক্ষিণি নায়ক দুলকার সালমানের সঙ্গে ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে।