ঢাকা প্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি:-
লক্ষ্মীপুরে একটি বাসে গ্যাস রিফিল করার সময় বিস্ফোরণ ঘটে তিনজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) রাত ২টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট এলাকায় গ্রীন লিপ সিএনজি ফিলিং স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেঘনা ক্ল্যাসিক নামে একটি বাসে গ্যাস রিফিল করার সময় সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময়ই বাসটি কেঁপে ওঠে এবং রিফিল কর্মী দ্রুত নজেল খুলে দিলে বিস্ফোরণের মাত্রা আরও বেড়ে যায়।
নিহতরা হলেন- মো. হৃদয় (১৯), মো. ইউসুফ (৩২) ও সুজন (২৫)। আহতদের মধ্যে অনেকের হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার জানিয়েছেন, বাসের গ্যাস সিলিন্ডারটি পুরোনো ও নিম্নমানের ছিল। তাই গ্যাস নেওয়ার সময় সিলিন্ডারটিতে বিস্ফোরণ ঘটে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, বাসে থাকা গ্যাস সিলিন্ডারের ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটেছে। তারা আরও অভিযোগ করেছেন যে, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসে ফোন করা হলেও তারা প্রায় একঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে।