ঘরোয়া ফুটবলের পর এবার আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনার। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। এই দুটি ম্যাচই হবে কিংস অ্যারেনায়। ৪ ও ৭ সেপ্টেম্বরে হতে যাওয়া এই দুই ম্যাচ আয়োজনের জন্য অনুমোদন মিলেছে বলে জানিয়েছেন বসুন্ধরা কিংসের মিডিয়া ও মার্কেটিং ম্যানেজার আহমেদ শায়েক।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রিমিয়ারের লিগে বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশ এফসির ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয় কিংস অ্যারেনার। এরপর টানা দুই মৌসুম কিংস অ্যারেনায় হোম ভেন্যু হিসেবে খেলেছে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র। দেড় বছরের ব্যবধানে আন্তর্জাতিক ম্যাচেরও স্বাদ পেতে যাচ্ছে আধুনিক এই মাঠ।
এ মাঠেই আগামী সোমবার থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ জাতীয় দল। এ দুই ম্যাচের জন্য আজ ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। দলে নতুন মুখ শেখ রাসেল ক্রীড়া চক্রের ফরোয়ার্ড দিপক রায় এবং গত মৌসুমে আজমপুর ফুটবল ক্লাবে খেলা সারোয়ার জামান নিপু। আগামী ২৬ আগস্ট ঢাকায় আসবে আফগানিস্তান জাতীয় দল। তারাও অনুশীলন করবে কিংস অ্যারেনায়।