সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত সাদিক কায়েম ঘোষণা দিয়েছেন, মতের ভিন্নতা থাকলেও সবাইকে নিয়ে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। তিনি বলেন, “শিক্ষার্থীদের প্রত্যাশাই আমাদের লক্ষ্য। আমরা সবাই মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বপ্নের ক্যাম্পাসে পরিণত করব।”
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম জানান, নির্বাচনে একসাথে লড়াই করা সবার কাছ থেকেই তিনি উপদেশ ও দিকনির্দেশনা প্রত্যাশা করেন। তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আগামী বাংলাদেশের স্বপ্ন দেখা হবে। জুলাই বিপ্লবের সূচনা এখান থেকেই হয়েছিল।”
এসময় তিনি ডাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করা সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে নির্বাচনকালীন নিরলস পরিশ্রমের জন্য সকল গণমাধ্যমকর্মীকে ধন্যবাদ জানান।
অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত এস এম ফরহাদ সংবাদ সম্মেলনে বলেন, “জিএস হিসেবে আমার বিজয় কোনো ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জয়।”
তিনি আরও উল্লেখ করেন, “শিক্ষার্থীরা যে আস্থা ও বিশ্বাস আমাদের ওপর অর্পণ করেছেন, সেটিই সবচেয়ে বড় দায়িত্ব। আমাদের দায়িত্বপালনের সময় কোনো ভুল হয়ে গেলে শিক্ষার্থীরা যেন আমাদের শুধরে দেন।”