ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের শিকার হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরাইলের একটি এলাকায় দীর্ঘদিন ধরে চান্দ ও বারেক নামে দুই ব্যক্তির অনুসারীদের মধ্যে আধিপত্য নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে চান্দপন্থী এক যুবককে সিএনজিচালিত অটোরিকশায় মারধর করে বারেকপন্থী এক ব্যক্তি। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাতেই কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তবে মঙ্গলবার ভোরে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন এবং প্রায় ১৫-২০টি বাড়ি ভাঙচুর করা হয়।
রাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চান্দ ও বারেক পক্ষের মধ্যে পুরনো বিরোধের জের ধরেই এই সংঘর্ষের সূত্রপাত। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আটক করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।