তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ এপ্রিল ২০২৫ ০১:৪৪ অপরাহ্ণ   |   ৮৩ বার পঠিত
তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন আরমান হোসেন পাপ্পু (২২) নামে এক যুবক। তিনি অনলাইন শপিং প্রতিষ্ঠান দারাজে রাত্রিকালীন শিফটে কর্মরত ছিলেন।
 

ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে, তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে। গুরুতর আহত অবস্থায় পাপ্পুকে প্রথমে শমরিতা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
 

কীভাবে ঘটল হামলা?

নিহতের প্রতিবেশী মো. রাজু জানান, পাপ্পু সেদিন সন্ধ্যায় কয়েকজন বন্ধুর সঙ্গে পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে আড্ডা দিচ্ছিলেন। তিনি রাস্তার পাশে প্রস্রাব করতে গেলে অন্ধকার জায়গা থেকে হঠাৎ ‘ছিনতাইকারী, ছিনতাইকারী’ বলে চিৎকার শুরু করেন।
 

চিৎকার শুনে বাকিরা দৌড়ে এগিয়ে এলে দেখা যায়, তিন-চারজন ছিনতাইকারী পালিয়ে যাচ্ছে এবং পাপ্পু রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। রাজু আরও জানান, সেখানে আরও কয়েকজনের ওপর হামলা চালিয়েছিল ছিনতাইকারীরা। পাপ্পু তাঁদের বাঁচানোর চেষ্টায় এগিয়ে গিয়ে ছুরিকাঘাতে আহত হন। ছিনতাইকারীরা তাঁর মুখ ও পায়ে ছুরি চালালেও কিছু ছিনিয়ে নিতে পারেনি।
 

পরিবারের কান্না

পাপ্পুর বাবা একরাম হোসেন জানান, পাপ্পুর অফিসে পৌঁছানোর কথা ছিল রাত ৯টার মধ্যে। সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার সময় তিনি বাবার কাছ থেকে মাত্র ১০ টাকা নিয়েছিলেন। এরপর মাত্র ১০ মিনিটের ব্যবধানে ছেলের ওপর হামলার খবর পান।
 

তিনি বলেন, “খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ছেলেকে উদ্ধার করি। কিন্তু তাকে আর বাঁচাতে পারলাম না।”
 

পাপ্পুর গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আন্ধারমানিক গ্রামে। পরিবার নিয়ে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ী এলাকায় থাকতেন। তিন ভাইবোনের মধ্যে পাপ্পু ছিলেন দ্বিতীয়।
 

পুলিশের পদক্ষেপ

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।