আসামে ১৩২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টি, সিকিমে বিপর্যয়

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ জুন ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ণ   |   ২১৫ বার পঠিত
আসামে ১৩২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টি, সিকিমে বিপর্যয়

অনলাইন ডেস্ক:-

 

ভারতের আসাম রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচরে গত ২৪ ঘণ্টায় ৪১৫.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ১৮৯৩ সালের পর একদিনে সর্বোচ্চ। এর মাধ্যমে ভেঙে গেছে শহরের ১৩২ বছর আগের ২৯০.৩ মিলিমিটার বৃষ্টিপাতের পুরনো রেকর্ড।
 

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানায়, উচ্চ বায়ুমণ্ডলীয় ঘূর্ণি প্রবাহ ও নিম্ন স্তরের ট্রফের সম্মিলনে এই অস্বাভাবিক আবহাওয়ার সৃষ্টি হয়েছে।
 

অন্যদিকে টানা ভারী বর্ষণে দুর্ভোগে পড়েছে সিকিম। প্রবল বৃষ্টির কারণে ভূমিধস, নদীর পানি বৃদ্ধি ও সড়কপথ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে রাজ্যজুড়ে প্রায় ১৪ হাজার পর্যটক আটকা পড়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।