 
                            
ঢাকা প্রেসঃ
নতুন সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ বুধবার (৫ জুন) বিকেল ৫টায় বসবে। আগামীকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন।
 
গুরুত্বপূর্ণ বিষয়:
শোক প্রস্তাব: চলতি অধিবেশনের শুরুতে স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করবেন। সম্প্রতি ভারতে নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুতে শোক প্রকাশ করা হবে।
সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচন: অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচন করা হবে।
বাজেট উপস্থাপন: আগামীকাল বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংসদে ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন।
বাজেট আকার: ধারণা করা হচ্ছে বাজেটের আকার হবে প্রায় ৮ লাখ কোটি টাকা।
গুরুত্বপূর্ণ দিক: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি খাতের উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, মানুষের জীবনযাত্রার মান উন্নত করা।
এটি হবে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন এবং বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য বাজেট ছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
আগামী অর্থবছরে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার কিছু বেশি ব্যয় বরাদ্দ রেখে বাজেট পরিকল্পনা সাজানো হচ্ছে।
 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                         
                                        
                                        
                                    