মাত্র ৩০ সেকেন্ডে ভোট শেষ করে নজির গড়ল স্পেনের গ্রাম

প্রকাশকালঃ ২৯ মে ২০২৩ ০৬:৩০ অপরাহ্ণ ১২৯ বার পঠিত
মাত্র ৩০ সেকেন্ডে ভোট শেষ করে নজির গড়ল স্পেনের গ্রাম

ভোট দিতে গিয়ে নজির গড়ল স্পেনের একটি গ্রাম। মাত্র ৩০ সেকেন্ডেই কিনা শেষ হয়েছে ভোটদানের প্রক্রিয়া। এমনটাই হয়েছে স্পেনের লা রিওজা প্রদেশের ছোট্ট গ্রাম ভিলারোয়ায়। সেখানে স্থানীয় নির্বাচনে মাত্র ৩০ সেকেন্ডেই ভোটাররা ভোট দিয়েছেন।

ওই গ্রামে ভোটাধিকার রয়েছে মাত্র সাতজনের। ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু হতেই মাত্র ৩০ সেকেন্ডে ভোট দেন ওই সাত ভোটার। অতীতে এই নির্বাচনে তারা ৩২ সেকেন্ডের মধ্যে ভোট দিয়েছিলেন।

১৯৭৩ সাল থেকে ওই এলাকার মেয়র পদে রয়েছেন সালভাদর পেরেজ। তিনি বলেছেন, ‘আমি এ ব্যাপারে নিশ্চিত যে সাতটি ভোট আমিই পাব।’


তিনি আরো জানান, গ্রামের বাসিন্দারা ভোটদানের প্রক্রিয়ায় খুব ভালোভাবে প্রশিক্ষিত। ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু হতেই তারা ভোট দেন।

কোন গ্রাম কত আগে ভোট দেবে, এই নিয়ে স্পেনের গ্রামগুলোর মধ্যে প্রতিযোগিতা চলে।


স্পেনের আরো একটি গ্রাম ইলান দে ভাকাসের সঙ্গে প্রতিযোগিতা করেছেন ভিলারোয়ার বাসিন্দারা। ইলান দে ভাকাস গ্রামের ভোটারের সংখ্যা মাত্র তিনজন। তবে তাদেরকে টেক্কা দিয়েই ৩০ সেকেন্ডে ভোট দিয়ে নজির গড়েছেন ভিলারোয়ার বাসিন্দারা।

স্পেনের স্থানীয় নির্বাচনকে বছরের শেষে সংসদীয় নির্বাচনের জন্য একটি পরীক্ষামূলক দৌড় হিসেবে দেখা হচ্ছে।

দেশের ১৭টি আঞ্চলিক সংসদের মধ্যে ১২টি এবং আট হাজার টাউন ও সিটি হলে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।