ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি কর্তৃক যুবক আটক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ ডিসেম্বর ২০২৪ ০৫:২৪ অপরাহ্ণ   |   ৪৭০ বার পঠিত
ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি কর্তৃক যুবক আটক

ঢাকা প্রেস
মোঃ হারুনুর রশিদ শাকিল, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মোঃ শামছুল হক।

 

আটক যুবকের নাম বাদশা বাবু (১৯)। তিনি রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলার চর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।

 

বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোর রাতে সীমান্তের ১০৬২ মেইন পিলার এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় মোল্লারচর ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা বাবুকে আটক করে।

 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ লুৎফর রহমান বলেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিজিবি বাদী হয়ে আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।