ঢাকা প্রেস নিউজ
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের টকশোতে অংশ নেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সেখানে তিনি নির্বাচনসহ দেশের বিভিন্ন প্রসঙ্গে উপস্থাপকের প্রশ্নের যথাযথ জবাব দেন।
উপস্থাপক তাকে প্রশ্ন করেন, বিএনপি আসলে কবে নির্বাচন চায়—এ বিষয়ে আপনার মতামত কী?
এর উত্তরে রুমিন ফারহানা বলেন, "দেখুন, নির্বাচন নিয়ে যেসব আলোচনা চলছে, শুরুতে বলা হয়েছিল বছরের শেষ কিংবা ২০২৬ সালের শুরুতেই নির্বাচন হওয়া উচিত। কিন্তু হঠাৎ করেই নির্বাচন নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন হলে কনফিউশন সৃষ্টি হয়।"
জাতির মধ্যে কনফিউশন নিয়ে তিনি আরও বলেন, "মানুষ কনফিউশন পছন্দ করে না। একেক সময় একেক সিদ্ধান্ত বা মতামতের কারণে বিশাল কনফিউশন তৈরি হচ্ছে। আর দেশের জন্য কনফিউশন অত্যন্ত ভয়াবহ একটি বিষয়।"