ঢাকা, ২০ ডিসেম্বর – বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, দেশবিরোধী শক্তি ওসমান হাদিকে হত্যা করেছে যেন দেশের পরিস্থিতি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আগে আরও ঘোলাটে হয়ে ওঠে। শনিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, “স্বাধীনতা বিরোধীরা এদেশের শান্তি কখনও চায়নি। পরাজিত শক্তি দাঁত প্রসারিত করে খুন-রাহাজানি শুরু করেছে। প্রয়োজনে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে একাত্তরের মতো জবাব দেওয়া হবে। বিএনপি কখনও খুন, বিশৃঙ্খলা বা মবের রাজনীতি করে না।”
তিনি আরও বলেন, সরকার বিএনপির সহযোগিতার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। সেই সুযোগে তারা অপশক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশ ধ্বংসের চক্রান্তে লিপ্ত। তবে মির্জা আব্বাস মনে করেন, নির্বাচন হতেই হবে এবং গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি টিকে থাকতে পারবে না। “তারেক রহমান দেশে ফিরলেই গণতন্ত্র ফিরে আসবে,” যোগ করেন তিনি।