অনেক উপদেষ্টা সেফ এক্সিটের চিন্তা করছেন, সময় হলে নাম প্রকাশ করা হবে: নাহিদ ইসলাম

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ অক্টোবর ২০২৫ ০৮:০৭ অপরাহ্ণ   |   ৫৪ বার পঠিত
অনেক উপদেষ্টা সেফ এক্সিটের চিন্তা করছেন, সময় হলে নাম প্রকাশ করা হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের অনেক উপদেষ্টা নিজেদের স্বার্থ রক্ষা ও সেফ এক্সিটের চিন্তা করছেন। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা ছিল আমাদের বড় ভুল। তাদের প্রতি আস্থা রেখে প্রতারিত হতে হয়েছে। অনেক উপদেষ্টা ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগসূত্র স্থাপন করেছেন। কেউ আখের গুছিয়েছেন, কেউ আবার গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সময় এলে আমরা তাদের নাম প্রকাশ করব।’
 

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ভেবেছিলাম নাগরিক সমাজ ও উপদেষ্টারা দেশ ও জনগণের পক্ষে থাকবেন। কিন্তু বাস্তবে দেখা গেল, সেই জায়গায় আমরা প্রতারিত হয়েছি। আসলে আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকে আরও শক্তিশালী করা এবং সরকারে গেলে সম্মিলিতভাবে এগোনো।’
 

উপদেষ্টার আসনে ছাত্রনেতাদের বসানোর সিদ্ধান্ত ভুল ছিল কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা কেউই উপদেষ্টা হতে চাইনি। আমরা জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছিলাম। যদি অভ্যুত্থানের শক্তি সরকারে না থাকত, এই সরকার তিন মাসও টিকত না।’
 

তিনি আরও বলেন, ‘সরকার উৎখাত ও প্রতিবিপ্লবের প্রচেষ্টা প্রথম ছয় মাস খুবই তীব্র ছিল, এখনো কিছুটা আছে। যদি রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছে জাতীয় সরকার গঠন করত, তাহলে ছাত্রদের কাঁধে এই ভার পড়ত না। সময়ের প্রয়োজনে আমাদেরই সেই দায়িত্ব নিতে হয়েছে।’
 

অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা আরও মন্তব্য করেন, ‘৫ আগস্ট ক্যান্টনমেন্টে সেজদা দিয়েছেন রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়।’ তিনি বলেন, সুশীল সমাজের প্রতিনিধিদের দিয়ে সরকার গঠনের পরিবর্তে যদি জাতীয় সরকার গঠন করা হতো, তাহলে আজ এই হতাশা বা আক্ষেপ তৈরি হতো না।