নারায়ণগঞ্জ, ৯ জুলাই ২০২৫ (ঢাকা প্রেস):
নারায়ণগঞ্জের গোদনাইল বাড়ীপাড়া এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
মঙ্গলবার পরিচালিত এ অভিযানে সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল অংশ নেয়। অভিযানের সময় দেখা যায়, বেশ কয়েকটি প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রি করছে। এসব প্রতিষ্ঠানে বৈধ ক্রয় রশিদ বা চালানপত্র দেখাতে না পারায় তাদের কার্যক্রমকে অবৈধ ঘোষণা করা হয়।
এছাড়া, তেল সংরক্ষণে নিরাপত্তা বিধি না মেনে ঝুঁকিপূর্ণ পদ্ধতি অনুসরণ করায় জননিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়ে। একই সঙ্গে এসব ব্যবসা লাইসেন্সবিহীনভাবে পরিচালিত হচ্ছে বলেও প্রমাণ পাওয়া যায়।
অভিযানে মোট পাঁচটি মামলায় আর্থিক দণ্ড আরোপ করা হয় এবং বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের মধ্যে রয়েছে ১,০৮০ লিটার ডিজেল, ১০৬ লিটার অকটেন এবং ৬৫০ লিটার ফার্নেস অয়েল। এছাড়াও, একটি ভুয়া চালান রশিদ উদ্ধার করা হয়েছে। জব্দ তেল মেঘনা অয়েল পিএলসি ও পদ্মা অয়েল পিএলসির জিম্মায় হস্তান্তর করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে মোবাইল কোর্টের এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।
সূত্র: বাসস।