লালমনিরহাটে জাতীয় পার্টির কার্যালয়ে তালা ভেঙে অগ্নিসংযোগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ জুন ২০২৫ ০৩:২৬ অপরাহ্ণ   |   ১৩৫ বার পঠিত
লালমনিরহাটে জাতীয় পার্টির কার্যালয়ে তালা ভেঙে অগ্নিসংযোগ

লালমনিরহাট প্রতিনিধি:-

 

লালমনিরহাট শহরের আলোরুপা মোড়ে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে তালা ভেঙে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (রাত) অজ্ঞাত দুর্বৃত্তরা কার্যালয়ের ভেতরে ঢুকে আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। এতে পুড়ে যায় চেয়ার, টেবিল, আসবাবপত্র ও একটি টেলিভিশন। পাশাপাশি লুটপাটের অভিযোগও উঠেছে।
 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাত আনুমানিক ১১টার দিকে ৬-৭টি মোটরসাইকেলে করে ১৪-১৫ জন ব্যক্তি ঘটনাস্থলে এসে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা কার্যালয়ের আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
 

আগুন লাগার পরপরই পাশের মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই কার্যালয়ের অধিকাংশ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।
 

ঘটনার বিষয়ে লালমনিরহাট পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, "স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমাদের অফিস সম্পূর্ণরূপে পুড়ে গেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনই কিছু বলতে পারছি না। বিষয়টি আমরা দলের চেয়ারম্যানকে জানিয়ে দিয়েছি।"
 

পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।