খালেদা জিয়াই এদেশে সবচেয়ে বেশি নির্যাতিত: কায়কোবাদ

প্রকাশকালঃ ০২ জানুয়ারি ২০২৫ ০১:১৪ অপরাহ্ণ ০ বার পঠিত
খালেদা জিয়াই এদেশে সবচেয়ে বেশি নির্যাতিত: কায়কোবাদ

ঢাকা প্রেস

আবুল কালাম আজাদ, কুমিল্লা  প্রতিনিধিঃ

 

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াই এ দেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। খালেদা জিয়ার নির্যাতনের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ জিয়া পরিবারকে ধ্বংস করে দিতে চেয়েছিল। আল্লাহ তায়ালা রক্ষা করেছে। তারেক রহমান কোন অন্যায় অনিয়ম দুর্নীতি না করলেও তাকে নির্যাতন করে নির্বাসিত করেছে‌। সম্প্রতি আমাকে বাখলনগর গ্রামের গুলি করে হত্যার চেষ্টা করেছিল। দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরে বুধবার (১ জানুয়ারী) রাত ৯ টায় কুমিল্লার মুরাদনগর সরকারি ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে লাখো জনতার জনসভা এবং দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


কায়কোবাদ বলেন, ছাত্র জনতার গণ আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে।  এখন দেশের মানুষের প্রত্যাশা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন। যে নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে একটা গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবে। তারেক রহমানসহ আমাকে অন্যায়ভাবে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় জড়ানো হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিহিংসা পরায়ণ হয়ে সম্পুরক চার্জশিটে আমার নাম অন্তর্ভুক্ত করেছে। শেখ হাসিনা আমাদেরকে অন্যায়ভাবে দেশান্তরী করায় আল্লাহপাক তাকেও দেশছাড়া করেছে। বিগত ১৫ বছরে বিএনপির সহ বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন করা হয়েছে। অনিয়ম দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে।


কায়কোবাদ বলেন, এখনো একটি মহল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণ যে কোন চক্রান্ত রুখে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। চক্রান্তের বিরুদ্ধে মুরাদনগরের লাখ লাখ জনতা ঐক্যবদ্ধ রয়েছে।


জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি নেতা কেএম মুজিবুল হক, কাজী জুন্নুন বসরী, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার, মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, কামাল উদ্দিন ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী যুবদল সাংগঠনিক সম্পাদক এডভোকেট তৌহিদুর রহমান ও এডভোকেট সরকার গিয়াস উদ্দিন মাহমুদ প্রমুখ।