ইসরায়েলের বর্বর আগ্রাসনে ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধের দাবিতে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। দেশের নানা প্রান্ত থেকে রোদে পুড়ে, ঘামে ভিজে সকাল থেকেই ছুটে এসেছেন সাধারণ মানুষ।
শিক্ষার্থী, পেশাজীবী, নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ—সব শ্রেণি-পেশার মানুষ হাতে ফিলিস্তিনের পতাকা ও প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে জড়ো হয়েছেন সেখানে। ‘ফিলিস্তিন মুক্ত করো’, ‘গাজা রক্তে রঞ্জিত, বিশ্ব কেন নীরব’, ‘তুমি কে আমি কে—ফিলিস্তিন ফিলিস্তিন’—এই ধরনের শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো উদ্যান ও আশপাশের এলাকা।
যদিও বিকেল ৩টা থেকে মূল কর্মসূচি শুরুর কথা ছিল, তবে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ঢাকায় আসতে শুরু করেন। রাজধানীর রাস্তাগুলোতে মানুষের ঢল নামায় যান চলাচলে সৃষ্টি হয়েছে বিঘ্ন। মৌচাক, শান্তিনগর, ফ্লাইওভার এমনকি মূল সড়কগুলোর দিকেও মানুষের ঢল নেমেছে। ফ্লাইওভারেও সৃষ্টি হয়েছে পথচারীদের দীর্ঘ সারি, ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে অনেক জায়গায়।
‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনিদের ওপর চালানো বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ এবং ন্যায়বিচারের আহ্বান জানাচ্ছেন।